সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জসিম উদ্দিন, সহকারী প্রোগ্রামার রাফিত আহম্মেদ, কোম্পানীগঞ্জ জোনাল পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মহিউদ্দিন, রাহিমপুর আযাচক আশ্রমের ডা. মানবেন্দ্র নাথ সরকার (যুগল ব্রহ্মচারী), ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, শুকলাল দেবনাথ, সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, পূজা উদযাপন পরিষদের নেতা দুলাল দেবনাথ, অরূপ নারায়ণ পোদ্দার, দিন দয়াল পাল, নবিপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন প্রমুখ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
সভায় পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। পাশাপাশি উৎসবের আনন্দঘন পরিবেশ যেন কোনোভাবে বিষাদময় না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, “আসন্ন দুর্গাপূজাকে সফল ও শান্তিপূর্ণ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। পূজা মণ্ডপে যদি কেউ অশান্তি সৃষ্টি করতে চায়, তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে।”
সভাশেষে উপজেলার ১৫৩টি সার্বজনীন পূজা মণ্ডপের প্রত্যেকটিতে ৫০০ কেজি করে জিআর চাল বরাদ্দের ডিও বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ বছর মুরাদনগরের ২২টি ইউনিয়নের ১৫৩টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।