কোটচাঁদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ জানুয়ারি ২০২৫ ০৩:৩৬ অপরাহ্ণ   |   ৩৪১ বার পঠিত
কোটচাঁদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

ঢাকা প্রেস,ঝিনাইদহ প্রতিনিধি:-

 

ঝিনাইদহের কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামে কাউসার আলী (৫০) নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এলাঙ্গী ইউনিয়নের ওই গ্রামে এ ঘটনা ঘটে।
 

বুধবার (১৫ জানুয়ারি) কোটচাঁদপুর থানার ওসি কবীর হোসেন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।
 

নিহত কাউসার আলী ওই গ্রামের মৃত লুৎফর লস্করের ছেলে।
 

নিহতের স্ত্রী ওজোলা খাতুন জানান, রাত সাড়ে ১২টার দিকে ১৫-২০ জন মুখোশধারী লোক বাড়িতে এসে তার স্বামীকে জোর করে তুলে নিয়ে যান। এরপর চানপাড়া রেলগেট এলাকায় গিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরিবারের সদস্যরা টের পেয়ে কাউসার আলীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কাউসার আলী কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।
 

কোটচাঁদপুর থানার ওসি কবীর হোসেন মাতুব্বর জানান, 'ঘটনার খবর পেয়ে আমরা নিহতের বাড়িতে গিয়েছি। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।'