প্রকাশকালঃ
২৬ জুলাই ২০২৩ ১২:৪৭ অপরাহ্ণ ২৩১ বার পঠিত
টাঙ্গাইল জেলায় কমছেই না ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। শহর থেকে গ্রাম সর্বত্রই ছড়িয়ে পড়ছে এডিস মশা। একদিনে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৭ জন।
গতকাল মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া। তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৮ জন, নাগরপুর উপজেলায় ২ জন, মির্জাপুর উপজেলায় ৫ জন, দেলদুয়ার উপজেলায় ১ জন, গোপালপুর উপজেলায় ১ জন রয়েছেন।
তিনি আরো জানান, জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাস হতে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০৫ জনে।
এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫৩ জন। সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন। এদিকে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তবে শহরে মশা নিরোধক জোরদার কার্যক্রম লক্ষ্য করা যায়নি।