মতলব (চাঁদপুর) প্রতিনিধি:-
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, শুক্রবার ভোর ৬টার দিকে বাজারের আবদুল বাতেনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর সহায়তা চাওয়া হয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চায়ের দোকানের স্টোভ অথবা বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে:
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।