বিএনপি মহাসচিবসহ দলের একাধিক শীর্ষ নেতার সিঙ্গাপুর যাওয়া নিয়ে গুঞ্জনে যা বললেন রিজভী

প্রকাশকালঃ ২৭ আগu ২০২৩ ০৬:৩১ অপরাহ্ণ ৩০৯ বার পঠিত
বিএনপি মহাসচিবসহ দলের একাধিক শীর্ষ নেতার সিঙ্গাপুর যাওয়া নিয়ে গুঞ্জনে যা বললেন রিজভী

বিএনপি মহাসচিবসহ দলের একাধিক শীর্ষ নেতার সিঙ্গাপুর যাওয়া নিয়ে গুঞ্জন প্রশ্নে এবার মুখ খুললেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘শুধুমাত্র চিকিৎসার জন্য দলের বয়োজ্যেষ্ঠ নেতারা সিঙ্গাপুর গেছেন।’

আজ রবিবার সকালে ঢাকা বিশ্বিবদ্যালয়ের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। সরকারের বিরুদ্ধে কোনো 'ষড়যন্ত্র' করতে সিঙ্গাপুর গেছেন এমন অভিযোগ করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে।


সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এগুলো খামোখা কথা। তারা বয়োজ্যেষ্ঠ এবং গুরুতর অসুস্থ। তাই চিকিৎসা করাতে গেছেন।’ রুহুল কবির রিজভী বলেন, আমাদের স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন তিনি তো গুরুতর অসুস্থ হয়ে এক মাস আগে সেখানে গেছেন।

আমাদের মহাসচিব মহোদয়ও নিয়মিত সিঙ্গাপুর চিকিৎসা নেন। মির্জা আব্বাসও নানা জটিল রোগে ভুগছেন। তিনি চিকিৎসা নিতে সেখানে গেছেন। তা হলে ষড়যন্ত্রের প্রশ্ন আসবে কেন? তাদের কী উন্নত চিকিৎসা করার অধিকার নেই?’