ঢাকা প্রেস,রাজশাহী প্রতিনিধি:-
রাজশাহী জেলার সারদায় অনুষ্ঠিতব্য ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান আবারও স্থগিত করা হয়েছে। একইভাবে, ৪০তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়েছে। সোমবার দুইটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর এ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপালকে এ বিষয়ে অনুলিপি পাঠানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং ১) মহিউল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের তিনজন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৬৩ জনসহ মোট ৬৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন।
আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের নতুন তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে। কুচকাওয়াজ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।
এদিকে, ৪০তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়েছে। পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং ২) মোছা. শেহেলা পারভীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ২৬ নভেম্বর অনুষ্ঠেয় কুচকাওয়াজ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। কুচকাওয়াজের নতুন তারিখ ও সময় পরে জানানো হবে। কুচকাওয়াজ অনুষ্ঠানের পূর্বে প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।