ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৪ ০৫:৩২ অপরাহ্ণ ৫০০ বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা প্রেস,ষ্টাফ রিপোর্টার (কুমিল্লা):-

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে ধারাবাহিক উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার চান্দিনা বাজারে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ একটি যৌথ অভিযান পরিচালনা করেছে। আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অভিযানে দুই শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
 

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। তিনি জানান, উদ্ধারকৃত জমি জনস্বার্থে ব্যবহার করা হবে এবং পুনরায় অবৈধ স্থাপনা যাতে গড়ে না ওঠে, সে বিষয়ে সড়ক বিভাগ নজরদারি রাখবে। এছাড়া এসব জায়গায় যাত্রী ছাউনি তৈরি করার পরিকল্পনাও রয়েছে।

 

সম্প্রতি মহাসড়কের নিমসার বাজার এলাকাতেও একই ধরনের বড় আকারের উচ্ছেদ অভিযান চালানো হয়। সেখানে মহাসড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা অপসারণ করা হয়েছে। আগামী সপ্তাহে দাউদকান্দির গৌরীপুর এলাকায় নতুন করে অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

 

স্থানীয়রা অভিযোগ করেছেন, বারবার উচ্ছেদ অভিযানের পরও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা তৈরি করা হয়। তবে যাত্রী ও চালকদের দাবি, মহাসড়কের জমি যেন কেউ দখল করে যান চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে, সেদিকে প্রশাসনের আরও কঠোর নজরদারি থাকা উচিত।

 

জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযানের দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে প্রশাসন সবধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।