আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার সীমান্তবর্তী বালিয়ামারী বাজারে ৫শ’ পিচ ইয়াবাসহ আলী হোসেন (৩৬) ও শাহীন হাসান (২৭) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে আলী হোসেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোয়ালের চর এলাকার বাসিন্দা এবং শাহীন হাসান কুড়িগ্রামের রৌমারী উপজেলার খেওয়ারচর এলাকার বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে তাদেরকে গ্রেফতার করে রাজিবপুর থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে এই ধরণের অভিযান অব্যহত থাকবে।