মানিকগঞ্জে চিত্রশিল্পীর বাড়িতে আগুন, ‘ফ্যাসিস্ট’ মোটিফ তৈরির সন্দেহে হামলা!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ এপ্রিল ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ   |   ৯১ বার পঠিত
মানিকগঞ্জে চিত্রশিল্পীর বাড়িতে আগুন, ‘ফ্যাসিস্ট’ মোটিফ তৈরির সন্দেহে হামলা!

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
 


পহেলা বৈশাখে ‘ফ্যাসিস্ট মুখাবয়ব’ তৈরির সন্দেহে মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে জেলার গড়পাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
 

চিত্রশিল্পীর বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করছে। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
 

মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানান, ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে এবং দোষীদের খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
 

এদিকে মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানিয়েছেন, আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত বাড়িটি জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
 

উল্লেখ্য, এবারের পহেলা বৈশাখে ঢাকার বর্ষবরণ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়বের অনুকরণে ‘ফ্যাসিস্ট হাসিনা’ শিরোনামের একটি মোটিফ তৈরির ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। ধারণা করা হচ্ছে, ওই ঘটনায় জড়িত সন্দেহেই মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলা চালানো হয়ে থাকতে পারে।
 

তবে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান, তিনি শুধুমাত্র একটি বাঘের মোটিফ তৈরি করেছিলেন, বিতর্কিত ‘ফ্যাসিস্ট হাসিনার মোটিফ’-এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।