সোনাহাট স্থলবন্দরে অবকাঠামো তৈরি হলেও, হয় নি চালু

প্রকাশকালঃ ১৩ মে ২০২৪ ০৩:৫৪ অপরাহ্ণ ৫৯৫ বার পঠিত
সোনাহাট স্থলবন্দরে অবকাঠামো তৈরি হলেও, হয় নি চালু

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

ঢাকা প্রেসঃ

১০ বছরেও ইমিগ্রেশন ব্যবস্থা চালু হয়নি কুড়িগ্রাম সোনাহাট স্থল বন্দরে। এর ফলে আমদানি-রপ্তানি কাজে ভারতে যেতে হলে ব্যবসায়ীদের বুড়িমারী স্থলবন্দর ব্যবহার করতে হয়। এতে ভোগান্তির পাশাপাশি অর্থ ও সময় অপচয় হচ্ছে তাদের। তবে শিগগিরই ইমিগ্রেশন কার্যক্রম চালুর আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

 

২০১৩ সালের সেপ্টেম্বরে দেশের ১৮তম স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে কুড়িগ্রামের সোনহাট স্থলবন্দর। চালুর পরই ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে বন্দরটি।

 

এই বন্দরে দীর্ঘ ১০ বছরেও চালু হয়নি ইমিগ্রেশন কার্যক্রম। তাই ব্যবসার কোনো কাজে ভারতে যেতে গেলে অনেক দূর ঘুরে বুড়িমারী বন্দর দিয়ে যেতে হয়। এতে দুর্ভোগের পাশাপাশি অর্থ ও সময় অপচয় হচ্ছে ব্যবসায়ীদের।

 

ব্যবসায়ী নেতারা বলছেন, এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও কোন ফল পাওয়া যাচ্ছে না। ফলে অনেক ব্যবসায়ী এই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

 

শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থার নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক।

 

 বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন

কুড়িগ্রাম সোনাহাট স্থল বন্দরে ইমিগ্রেশন চালু হলে এ বন্দর দিয়ে বাড়বে আমদানি রপ্তানি, বাড়বে সরকারের রাজস্ব আয় এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।