ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ যুবলীগ -ছাত্রলীগের ৩সদস্য আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ মে ২০২৫ ০২:৪৬ অপরাহ্ণ   |   ১৯৭ বার পঠিত
ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ যুবলীগ -ছাত্রলীগের ৩সদস্য আটক

নিউজ ডেস্ক (চট্টগ্রাম):-

 


গত ২/৩ দিন ধরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা ও যুবলীগের ১ জন আটক হয়েছে বলে ইপিজেড থানা সূত্রে জানা গেছে।

আটককৃতরা হলেন যুবলীগের সি ইউনিট নেতা এবং পুরাতন সাইট পাড়া আ: লীগ সদস্য মোঃ জসিম উদ্দিন (৪৬), ছাত্রলীগের সদস্য মোঃ ইফতেখার হোসেন জিসান (২৮) এবং ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মোঃ আঃ রহমান (৩২)।

তাদের কে গতকাল রাতে একটি ভবনে অভিযান চালিয়ে ইপিজেড থানা পুলিশ টিম আটক করেছে বলে জানিয়েছেন কর্তব্যরত ডিউটি অফিসার।

তাদের কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় আটক করেছে বলে জানা গেছে। শনিবার দুপুরে বিঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।