সুপার এইটে ভারতের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে যা বললেন রোহিত

প্রকাশকালঃ ২১ জুন ২০২৪ ০৮:২৪ পূর্বাহ্ণ ৯০ বার পঠিত
সুপার এইটে ভারতের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে যা বললেন রোহিত

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে একাদশে পরিবর্তন এনে মাঠে নামে ভারত। আফগানিস্তানের বিপক্ষে পেসার সিরাজের বদলে একাদশে সুযোগ পান কুলদীপ যাদব। ভারতীয় বোলারদের দারুণ বোলিংয়ে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রোহিত শর্মার দল। 

নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ভারত তিন স্পিনার খেলালেও বাংলাদেশের বিপক্ষে এমনটি নাও হতে পারে বলে আভাস দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজে ম্যাচ হওয়ায় যে প্রতি ম্যাচেই তিন স্পিনার খেলবে ব্যাপারটি এমন নয় বলেও জানান তিনি। 

ভারতের অধিনায়ক বলেন, ‘আমাদের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিপক্ষ দেখে আমরা দলে যে কোনও পরিবর্তন করতে পারি। মনে হয়েছিল, এই ম্যাচে তিন স্পিনার খেলানো ভালো তাই খেলিয়েছি। পরের ম্যাচে দরকার হলে তিন পেসারও খেলাতে পারি।’

আফগানিস্তান ম্যাচ প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, ‘শেষ দিকে রান হয়েছে। এই পিচে ১৮১ রান কম নয়। আমার বিশ্বাস ছিল বোলারেরা দলকে জেতাবে। বুমরা আমাদের সম্পদ। ওকে যখনই বল দিই, ও উইকেট নেয়। বুমরা দায়িত্ব নিতে ভালবাসে। তাই ওকে বুদ্ধি করে ব্যবহার করতে হয়।’