মোঃ শফিকুল ইসলাম ( চারঘাট,রাজশাহী):-
রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনসিডি কর্নারে ওষুধ সংকট দেখা দিয়েছে ডায়াবেটিস হার্ট উচ্চ রক্তচাপ রোগীরা ওষুধ না পেয়ে খালি হাতে ফিরছেন। ইনসুলিন নির্ভরশীল রোগীরা দুই একবার ইনসুলিন পাওয়াতে অনেক খুশি এবং বাহির থেকে ডায়াবেটিস আর কোন ইনসুলিন ক্রয় করতে হয়নি এখন পর্যন্ত আর কোন ইনসুলিন খালি পেটে ডায়াবেটিসের ঔষধ না থাকাই রোগীরা ক্ষোভ ও হতাশা ব্যক্ত করছেন।
এনসিডি কর্নারে দায়িত্বরত ব্যক্তি জানান প্রতিদিন এই কর্নারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ও হার্ডের এর শত শত রোগী চিকিৎসা দিয়ে থাকেন একজন চিকিৎসক। সরকারি ভাবে প্রতিটি রোগীকে এক মাসের করে ঔষধ সরবরাহ করার কথা থাকলেও ওষুধ সংকট বা সরবরাহ না থাকাই রোগীর কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। গত ০৫ মে সোমবার এলসিডি কর্নারে গিয়ে দেখা যায়, উচ্চ রক্ত চাপের ওষুধ ছাড়া অন্য কোন ওষুধ নেই কোন কোন ঔষধ সম্পূর্ণ সরবরাহ না থাকায় খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন এনসিডি কর্নার,সংশ্লিষ্টরা, ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেওয়ার কথা থাকলেও সরবরাহ নেই বলে খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন কর্তৃপক্ষরা।চারঘাট ভাই লক্ষীপুর ইউনিয়নের বাসিন্দা বেগম জানান, এ যাবৎ পর্যন্ত দুইবার ইনসুলিন পেয়েছি আর কোনদিন পাইনি আমার হার্ট, উচ্চ রক্ত চাপ, ডায়াবেটিস রোগে ভুগতেছি ইনসুলিন দুই বেলা নিতে হয়। আমি একজন গরীব রোগী আমার বাড়িতে তিনজন ডায়বেটিস রোগী তার মধ্য দুইজনেরই ইনসুলিন নেওয়া লাগে, তিনি ইনসুলিন সহ সকল প্রকার ওষুধ বিনামূল্যে সরবরাহের দাবি জানান।
এ ব্যাপারে চারঘাট উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিক রেজা বলেন ওষুধ সংকট আছে আমরা উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করেছি সরবরাহ পেলেই আমরা সাপ্লাই দিতে পারবো বলে আশা করছি। তবে ইনসুলিন সরবরাহ দিবে না বলে জানান। তিনি দৈনিক ভোরের ডাক প্রতিনিধি শফিকুল ইসলাম কে বলেন এলাকার গরীব অসহায় পরিবারের লোকজন যেন সকল ধরনের ওষুধ থেকে বঞ্চিত না হয় সরকারের সেদিকে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি।