ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষের পাশাপাশি অনেক তারকাও। প্যারিস হিলটন, বেন অ্যাফ্লেক, জেনিফার গ্রে এবং ক্যারি এলওয়েসসহ বেশ কয়েকজন তারকার বাড়ি আগুনে পুড়ে গেছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে বিনোদন জগতের বড় আয়োজনগুলোতেও। একাডেমি অ্যাওয়ার্ডস ও গ্র্যামি অ্যাওয়ার্ডসসহ বিভিন্ন অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
গ্র্যামি আয়োজন পিছিয়ে
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি গ্র্যামি অ্যাওয়ার্ডস হওয়ার কথা ছিল। কিন্তু দাবানলের পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
তারকাদের ক্ষতি ও সহানুভূতি
দাবানলের ফলে অনেক তারকা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। পপ তারকা জেনিফার লোপেজ তার সব অনুষ্ঠান বাতিল করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে, একাধিকবার একাডেমি অ্যাওয়ার্ডসের সঞ্চালক হিসেবে পরিচিত বিলি ক্রিস্টাল তার বাসভবন হারিয়েছেন। এমন অবস্থায় তার পক্ষে অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব নয়।
একাডেমি সিইওর বক্তব্য
দাবানল নিয়ে একাডেমি অ্যাওয়ার্ডসের সিইও বিল ক্রেমার বলেন, “দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী দাবানলে ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। লস অ্যাঞ্জেলেসে আমাদের অনেক সহকর্মী রয়েছেন, তাদের জন্য আমরা চিন্তিত।”
অস্কার আয়োজনও পিছিয়ে
২০২৫ সালের একাডেমি অ্যাওয়ার্ডস সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় টেলিভিশন অ্যাঙ্কর কোনান ও'ব্রায়েন। আগামী ১৭ জানুয়ারি মনোনয়ন ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। মূল আয়োজনটি ২ মার্চ ডলবি থিয়েটারে হওয়ার কথা থাকলেও সেটাও স্থগিত করা হয়েছে।
এই ভয়াবহ দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিনোদন শিল্প উভয়ই একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নতুন তারিখ নির্ধারণের মাধ্যমে শিগগিরই এই সংকট কাটিয়ে ওঠার আশা করছে সবাই।