সহিংসতায় নিহতদের সুষ্ঠু বিচার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিসহ ৯ দফা বাস্তবায়নে হাইকোর্টের সামনে আন্দোলন শিক্ষার্থীদের

প্রকাশকালঃ ৩১ জুলাই ২০২৪ ০৪:৪৮ অপরাহ্ণ ১০৪৫ বার পঠিত
সহিংসতায় নিহতদের সুষ্ঠু বিচার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিসহ ৯ দফা বাস্তবায়নে হাইকোর্টের সামনে আন্দোলন শিক্ষার্থীদের

কোটা সংস্কার ও পরবর্তী সহিংসতায় নিহতদের সুষ্ঠু বিচার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিসহ ৯ দফা বাস্তবায়নের জন্য হাইকোর্টের সামনে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় হাইকোর্টের প্রধান গেট ও আন্দোলনকারীদের ঘিরে রাখে পুলিশ-বিজিবি।

 

আজ বুধবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে হাইকোর্টের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রসহ সচেতন নাগরিক সমাজ ৯ দফা দাবি বাস্তবায়নে স্লোগান দেয়।

 

এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’সহ নানা স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।