৭৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৫ ০৬:৪৬ অপরাহ্ণ   |   ৫ বার পঠিত
৭৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত ৭৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
 

বিবৃতিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে গৃহীত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এদের প্রত্যেকেই আগে বিভিন্ন সময় সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত হয়েছিলেন।
 

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন—

  • গাজীপুর জেলা ও মহানগর থেকে: মো. জিয়াউল হাসান স্বপন (জি এস স্বপন), সুলতানা রাজিয়া, আকরাম হোসেন

  • ঢাকা মহানগর উত্তর থেকে: মো. সাইফুল ইসলাম

  • শেরপুর থেকে: এবিএম সাইফুল মালেক, মো. গোলাম মোস্তফা (সোনাহার), আব্দুর রহিম

  • খুলনা মহানগর ও জেলা থেকে: শেখ ইকবাল হোসেন, মো. মহাবুব কায়সার, মাহবুব হাসান পিয়ারু, মাজেদা খাতুন, শেখ মসফিকুর হাসান অভি, মো. ইমরান হোসেন, মো. সালাউদ্দিন নান্নু

  • ব্রাহ্মণবাড়িয়া থেকে: এ কে এম শামসুল আলম, মো. শামসুল হক, মো. আব্দুর রউফ, সেলিম পারভেজ

  • সিলেট জেলা ও উপজেলা থেকে: কোহিনুর আহমেদ, সাহাদ উদ্দিন সাদ্দাম, সেবুল মিয়া, মুমিন খান মুন্না, আব্দুর রব, মোছা. মুছলিমা আক্তার চৌধুরী, সোহেল আহমেদ চৌধুরী, মো. আব্দুল মিয়া, নাজমুল ইসলাম রুহেল, মো. কবির হোসেন ধলা মিয়া, আহবাবুল হোসাইন আহবাব, মো. কামরুল ইসলাম, বেগম স্বপ্না শাহিন, হাফিজ মো. আরব খাঁন, মোহাম্মদ কাওছার খান, বশির আহমদ, মো. জালাল উদ্দিন, আলহাজ্ব গৌছ খান

  • সুনামগঞ্জ থেকে: আক্তারুজ্জামান

  • কুড়িগ্রাম থেকে: এ কে এম ফরিদুল হক (শাহীন শিকদার)

  • শরিয়তপুর থেকে: মানিক উদ্দিন বকাউল

  • কিশোরগঞ্জ থেকে: মো. নাজমুল আলম

  • বগুড়া থেকে: মো. ইব্রাহিম আলী মুকুল, মোসা. সোনিয়া রাজভর, মো. হারুন তরফদার, সৈয়দ আবুল হাসান আজাদ, মো. আব্দুল মান্নান, মো. তানভীর আহমেদ ফেরদৌস, মো. আব্দুল জলিল প্রাং, মো. ইস্রাফিল ইসলাম, মো. হাশেম আলী প্রামাণিক, মো. মারুফ হাসান

  • কক্সবাজার থেকে: তাহেরা আক্তার মিলি

  • মানিকগঞ্জ জেলা ও উপজেলা থেকে: মো. আব্দুল মান্নান, মো. তোফাজ্জল হোসেন তোফাজ, মো. মোশারফ হোসেন (মুসা), মো. জাহিদুর রহমান তুষার, মো. সোহেল রানা মল্লিক, মোসা. মুন্নি আক্তার (দুইবার উল্লেখ), আফরোজা রহমান লিপি, মো. রেজাউল করিম রাজা

  • হবিগঞ্জ থেকে: ডা. আব্দুল আলীম ইয়াছিনী

  • টাঙ্গাইল থেকে: মো. রশিদুল ইসলাম রতন, হাবিবুর রহমান ঠান্ডু, ইসরাকুল ইসলাম কামাল

  • নাটোর থেকে: মো. সিরাজুল ইসলাম, মো. জালাল উদ্দীন আলী, মোছা. রোকসানা আক্তার, মো. আব্দুল মজিদ

  • খুলনা জেলা ও উপজেলা থেকে: মোজাফ্ফর হোসেন শেখ, এমডি খায়রুল ইসলাম খান জনি, শেখ আব্দুর রশিদ

  • নাটোর (বড়াইগ্রাম) থেকে: মো. আলতাফ হোসেন সরকার

  • সাতক্ষীরা থেকে: নাছিম ফারুক খান মিঠু
     

বিবৃতিতে আরও জানানো হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর এ নেতারা নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন।