আমাজনের শহরে জরুরি অবস্থা: বিশাল সিঙ্কহোলে বাড়িঘর ধ্বংসের আশঙ্কা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০২:১৪ অপরাহ্ণ   |   ৮৭ বার পঠিত
আমাজনের শহরে জরুরি অবস্থা: বিশাল সিঙ্কহোলে বাড়িঘর ধ্বংসের আশঙ্কা

অনলাইন ডেস্ক

 

ব্রাজিলের আমাজনের মারানহোর বুরিতিকুপু শহরে একাধিক সিঙ্কহোলের (বৃহৎ গর্ত) সৃষ্টি হয়েছে, যা কয়েকশ বাড়ির জন্য হুমকিস্বরূপ। এসব গর্তের প্রসারিত হওয়ার ফলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে শহরের কয়েকটি ভবন ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে গার্ডিয়ান।
 

শহরটিতে প্রায় ৫৫ হাজার মানুষের বসবাস। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, অন্তত ১ হাজার ২০০টি বাড়ি এই সিঙ্কহোলের শিকার হয়ে ধ্বংস হতে পারে।
 

চলতি মাসের শুরুতে স্থানীয় প্রশাসন একটি ডিক্রি জারি করে জানায়, গত কয়েক মাসে গর্তগুলোর পরিধি বেড়ে আবাসিক এলাকায় পৌঁছেছে, যা জনজীবনের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।
 

গত ৩০ বছর ধরে বুরিতিকুপু শহরে সিঙ্কহোল সমস্যা দেখা দিলেও সাম্প্রতিক সময়ে এটি ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে বৃষ্টিপাত, মাটি ক্ষয়, বন উজাড় ও অপরিকল্পিত নির্মাণের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
 

মারানহাউ ফেডারেল বিশ্ববিদ্যালয়ের ভূগোলবিদ অধ্যাপক মার্সিলিনো ফারিয়াস জানিয়েছেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত সিঙ্কহোল সৃষ্টির মাত্রা আরও বাড়িয়ে তুলেছে, যা ভবিষ্যতে আরও বিপজ্জনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।