সাভারে কৃষককে কুপিয়ে হত্যা, ৮ জন আহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৫ ০২:৩২ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
সাভারে কৃষককে কুপিয়ে হত্যা, ৮ জন আহত

ঢাকার সাভারে সন্ত্রাসী হামলায় আবু সাইদ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় ধারালো অস্ত্র ও ইট-পাটকেলের আঘাতে আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।
 

বুধবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে সাভারের বনগাঁ ইউনিয়নের বেড়াইদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবু সাইদ ওই ইউনিয়নের মৃত মুনতাজ আলীর ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।
 

আহতদের মধ্যে রয়েছেন—জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত ও নজুমদ্দিন।
 

আহত জাবেদ জানান, “রাত ৮টার দিকে সাভারের বনগাঁ ইউনিয়নের বেড়াইদ এলাকায় সন্ত্রাসী জাকির ও তার বাহিনীর প্রায় ৩০-৪০ জন হামলা চালায়। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে আবু সাইদ নিহত হন। এছাড়াও লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে আরও অন্তত ৮ জন আহত হন। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
 

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ জানান, হাসপাতালে এক ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়েছে। এছাড়া আরও ৮ জন আহতদের মধ্যে ৫ জনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
 

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন, “পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। হামলায় আহত ব্যক্তিরাও হাসপাতালে আছেন। ঘটনার তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”