ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু
প্রকাশকালঃ
১৭ জুলাই ২০২৩ ০১:০৮ অপরাহ্ণ ২৬৯ বার পঠিত
প্রথমবারের মতো পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হওয়া বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ।
২০১৫ সালে পৌরসভা গঠনের পর এবারই প্রথম ভোট হচ্ছে। দীর্ঘ ৮ বছর প্রশাসক দিয়ে চলেছে ভান্ডারিয়া পৌরসভার কার্যক্রম।
এ নির্বাচনে মেয়র পদে মোট ৪ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জাতীয় পার্টি-জেপি মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী মাহিবুল হোসেন মাহিম ও আওয়ামী লীগ এর নৌকা প্রতীকের প্রার্থী ফাইজুর রশিদ খসরু’র মধ্যে।
এছাড়াও মেয়র পদে অন্য প্রার্থীরা হচ্ছেন এমএ রাজ্জাক রাজু, শাহাবুদ্দিন শাহ বাবুল। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিরর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা বলেন, নির্বাচনে মোট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্বে আছেন। এছাড়াও পুলিশ, র্যাব, বিজিবিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরাও মোতায়েন রয়েছেন।