ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু

প্রকাশকালঃ ১৭ জুলাই ২০২৩ ০১:০৮ অপরাহ্ণ ২৬৯ বার পঠিত
ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু

প্রথমবারের মতো পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হওয়া বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ।

২০১৫ সালে পৌরসভা গঠনের পর এবারই প্রথম ভোট হচ্ছে। দীর্ঘ ৮ বছর প্রশাসক দিয়ে চলেছে ভান্ডারিয়া পৌরসভার কার্যক্রম।

এ নির্বাচনে মেয়র পদে মোট ৪ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জাতীয় পার্টি-জেপি মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী মাহিবুল হোসেন মাহিম ও আওয়ামী লীগ এর নৌকা প্রতীকের প্রার্থী ফাইজুর রশিদ খসরু’র মধ্যে।


এছাড়াও মেয়র পদে অন্য প্রার্থীরা হচ্ছেন এমএ রাজ্জাক রাজু, শাহাবুদ্দিন শাহ বাবুল। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিরর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা বলেন, নির্বাচনে মোট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্বে আছেন। এছাড়াও পুলিশ, র‌্যাব, বিজিবিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরাও মোতায়েন রয়েছেন।