নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। এবার মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,৬১৮টি।
বুধবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এ তথ্য প্রকাশ করেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, বর্তমানে দেশের ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন, যা ধরে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
ভোটকক্ষের বিবরণ অনুযায়ী, পুরুষদের জন্য ১ লাখ ১৪,৯৩৯টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯,১০৭টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। এর ফলে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪,০৪৬টি।
ইসি সচিব আরও জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল ৪২,১৫০টি, এবার তা বেড়ে ৪২,৬১৮টি হয়েছে। খসড়া তালিকার উপর দাবি-আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে, যা ১২ অক্টোবর নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশিত হবে ২০ অক্টোবর।