আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক থাকবে নাঃ ওবায়দুল কাদের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ জানুয়ারি ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ   |   ২২১ বার পঠিত
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক থাকবে নাঃ ওবায়দুল কাদের

ওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল ২২ জানুয়ারি ২০২৪ তারিখে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভা শেষে সাংবাদিকদের জানিয়েছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে না। ফলে একক দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়টিও আর থাকছে না।

তিনি বলেন, উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো, দলীয় কোন্দল ও সংঘাত থেকে নেতা-কর্মীদের দূরে রাখতে। তিনি বলেন, "দলীয় প্রতীকের কারণে অনেক সময় দলীয় কোন্দল ও সংঘাতের সৃষ্টি হয়। তাই দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলে নেতা-কর্মীরা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।"

উল্লেখ্য, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১৫ সাল থেকে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়।