ঢাকা প্রেস
চট্টগ্রাম ব্যুরো:-
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম জাকির হোসেন এবং তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৩ ফ্লাইটে দুবাই যাওয়ার জন্য অপেক্ষমাণ জাকির হোসেনকে আটক করে। তার কাছ থেকে প্রায় ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মুদ্রার মধ্যে রয়েছে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার দিরহাম। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত হার অনুযায়ী, এই মুদ্রার মূল্য যথাক্রমে ২ কোটি ৩১ লাখ টাকা এবং ১৩ লাখ ৮০ হাজার টাকা।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানিয়েছেন, আটককৃত জাকির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।