মোবাইল ফোন আমদানিতে শুল্ক দেড় গুণ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আমদানিকৃত মোবাইল ফোনে কাস্টমস ডিউটি আগে ২৫ শতাংশ থাকলেও বর্তমানে তা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর আরোপিত কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
প্রেস সচিব বলেন, সরকারের এ সিদ্ধান্তের ফলে দেশের মোবাইল ফোন শিল্প আরও সম্প্রসারিত হবে। এতে স্থানীয় উৎপাদন উৎসাহিত হওয়ার পাশাপাশি বাজারে মোবাইল ফোনের দামও কমার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, ‘বিদেশ থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত মোবাইল ফোন দেশে আনা হয়, যেগুলো আংশিকভাবে রিফারবিশড করে বাজারে বিক্রি করা হয়। এতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব হারায়। নতুন সিদ্ধান্তের ফলে দেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে বলে আমরা আশা করছি।’
এদিকে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বই বিতরণ প্রসঙ্গে শফিকুল আলম জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যেই সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, শিক্ষকদের সঙ্গে পরামর্শক্রমে ১২৩টি পাঠ্যবইয়ের ভুল সংশোধন করা হয়েছে।