রাজধানীর গুলশান এলাকায় সৌরভ (২৭) নামে এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে গুলশান-৫৫ নম্বর সড়কের লেকপাড়ে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কে বা কারা এবং কী কারণে সৌরভকে হত্যা করেছে—তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদ জানান, “রাত ২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সৌরভকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তাঁর পরিচয় যাচাই এবং ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।”
নিহত সৌরভ ছাত্রদলের নেতা ছিলেন—এমন গুঞ্জন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ তথ্যটি সঠিক নয়।”