ফরিদপুরে বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি

প্রকাশকালঃ ০২ অক্টোবর ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ ৪১১ বার পঠিত
ফরিদপুরে বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি

ঢাকা প্রেস
ফরিদপুর জেলা প্রতিনিধি:-




থ্রি হুইলার ও বাস শ্রমিকদের মধ্যকার সংঘর্ষের জের ধরে ফরিদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

 

সোমবার ফরিদপুরের নগরকান্দায় মহাসড়কে যাত্রী তোলা নিয়ে থ্রি হুইলার ও মিনিবাসের চালকদের মধ্যে সংঘর্ষ হয়।

উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাস শ্রমিকরা বিক্ষোভ করে বাস চলাচল বন্ধ রাখে।

মঙ্গলবার মুন্সীবাজার এলাকায় মহেন্দ্র শ্রমিকরা সড়ক অবরোধ করে ফরিদপুর থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়।

 

গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, শরীয়তপুরসহ বিভিন্ন আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে পড়েছেন।

ফরিদপুরের অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বিঘ্নিত হয়েছে।

 

ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করার দাবি জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও মহাসড়কে থ্রি হুইলার চলাচল অব্যাহত থাকায় বাস মালিকরা যাত্রী হারাচ্ছেন।

 

ফরিদপুরের ট্রাফিক পরিদর্শক আনোয়ার হোসেন জানিয়েছেন, প্রশাসন উভয় পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করছে।