দুর্নীতিতে জড়িয়ে বাধ্যতামূলক অবসরে পুলিশের এএসপি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ জুলাই ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ   |   ৬৩৯ বার পঠিত
দুর্নীতিতে জড়িয়ে বাধ্যতামূলক অবসরে পুলিশের এএসপি

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে বাংলাদেশ পুলিশের সারদা পুলিশ একাডেমির সহকারী পুলিশ সুপার (এএসপি) ইয়াকুব হোসেনকে বাধ্যতামূলক অবসরে। ইয়াকুব হোসেন ২০১৩ সালে ৩৩ বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে এএসপি হিসেবে যোগ দিয়েছিলেন।

 

প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৯ সালে কুষ্টিয়ার মিরপুর সার্কেলের এএসপি থাকার সময় আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশে পুলিশের একটি আভিযানিক দল গঠন করেন ইয়াকুব। ওই দল অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে ১ লাখ টাকার বিনিময়ে আসামিদের ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তদন্ত করে পুলিশ সদরদপ্তর। তদন্তে অভিযোগ প্রমাণ পাওয়ার পর বিভাগীয় মামলা শেষে তাঁকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়। সর্বশেষ রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন ইয়াকুব।