ক্যাবিনেটে অন্দরের স্বস্তি বাড়াতে

প্রকাশকালঃ ০৯ আগu ২০২৩ ০৪:৪৬ অপরাহ্ণ ১৯১ বার পঠিত
ক্যাবিনেটে অন্দরের স্বস্তি বাড়াতে

ন্দরের সাজ এক বিষয়। কিন্তু বাড়ি ভর্তি জিনিসপত্র সামলানো আরেক বিষয়। সবমিলিয়ে অনেকের বাড়িতেই ক্যাবিনেটের সংখ্যা বাড়ানোর মাধ্যমে জিনিসপত্র গোছানোর সুযোগ মেলে। কিন্তু ক্যাবিনেটের সংখ্যা বাড়ালেও অন্দরের সজ্জা বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। আজকাল নানা আইডিয়ার সমন্বয়েই অন্দরের সাজকে নিখুঁত করা হয়। ক্যাবিনেটে অন্দরের স্বস্তি বাড়াতে চাইলে অনুসরণ করতে পারেন: 

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জন্য র‍্যাক
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য রাখার জন্য ওপেন র‍্যাক রাখুন। বই বা অনেক জিনিসের জন্য ওপেন র‍্যাক কাবার্ড দেখতে সুন্দর। একটানা দরজাওয়ালা ক্যাবিনেট দেখতে ভাল লাগে না। 

ডাইনিং রুমে কাঠের স্টোরেজ
ডাইনিং রুমে রাখুন চারকোনা কাঠের স্টোরেজ। এসব স্টোরেজে আকর্ষণীয় অনেক কিছু রাখতে পারবেন। আবার ডাইনিং রুমের প্রয়োজনীয় কিছু রাখতে পারেন। 

বড় মাপের কাবার্ড
শোবার ঘর বা বাচ্চাদের ঘরে বড় মাপের কাবার্ড রাখলে ঘর আর অগোছালো থাকবে না। সবকিছু ভালোভাবে সাজিয়ে রাখতে পারবেন। 

বড় ফ্ল্যাটে স্পেশাল ওয়াড্রোব
বড় ফ্ল্যাটে বড় মাপের কাবার্ড না করে দেয়াল বিভিন্ন ডিজাইনের স্পেশাল ওয়াড্রোব করে নেওয়া যেতে পারে। তাহলে জিনিসপত্র রাখা কঠিন হবে না।