ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:২৭ অপরাহ্ণ   |   ৭৪ বার পঠিত
ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:-

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
 

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বসুরহাট পৌরসভার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
 

হামলার সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার একটি দোতলা ঘর, টিনশেড ঘর ও রান্নাঘরে ব্যাপক ভাঙচুর করা হয়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনে থাকা একটি পানির ট্যাংক ও একটি পরিত্যক্ত গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম দাবি করেন, আওয়ামী লীগ ও ওবায়দুল কাদেরের দুঃশাসনের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙচুরের ঘটনা চলমান ছিল।