সরাসরি বিশ্বকাপে খেলার জন্য কঠিন সমীকরণের মুখোমুখি টাইগ্রেসরা

প্রকাশকালঃ ০৩ ডিসেম্বর ২০২৪ ০৩:২৫ অপরাহ্ণ ০ বার পঠিত
সরাসরি বিশ্বকাপে খেলার জন্য কঠিন সমীকরণের মুখোমুখি টাইগ্রেসরা

ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-

 

আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর, যেখানে ৮টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে ৬টি দল সরাসরি অংশগ্রহণ করবে, বাকি দুটি দল আসবে বাছাই পর্ব থেকে। তবে এই টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ পেতে হলে বাংলাদেশের মেয়েদের জন্য কঠিন সমীকরণ মেলাতে হবে।
 

বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণকারী ৬টি দল আসবে ২০২২ সাল থেকে শুরু হওয়া আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের মাধ্যমে। বর্তমানে বাংলাদেশের অবস্থান সপ্তম স্থানে। তাই বিশ্বকাপে সরাসরি খেলার জন্য আরও একধাপ উপরে উঠতে হবে টাইগ্রেসদের, যারা নেতৃত্ব দেবেন জ্যোতি-নাহিদারা।
 

এই সমীকরণ মেলাতে টাইগ্রেসদের জন্য শুরুতেই একটি বড় পরীক্ষা অপেক্ষা করছে। আগামী বছরের শুরুতে তারা ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি ম্যাচ জিতলেই তারা বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।
 

সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলাদেশ। এর আগে, ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেও ৩-০ ব্যবধানে সিরিজ জয় পেয়েছিল টাইগ্রেসরা। দীর্ঘ সময় পর এই ধরনের একটি জয়ের স্বাদ পেল তারা।
 

উল্লেখ্য, উইমেন্স চ্যাম্পিয়নশিপের এই চক্রে প্রতিটি দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে সিরিজ খেলেছে। বাংলাদেশ নিজেদের ৭ সিরিজে ৭টি ম্যাচ জিতেছে, ৯টি ম্যাচে হেরেছে, ১টি ম্যাচ ড্র হয়েছে এবং ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।