জেলা সদর হাসপাতালে মুমূর্ষ রোগী অবরুদ্ধ, জানে না হাসপাতাল কর্তৃপক্ষ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ নভেম্বর ২০২৪ ০৪:০১ অপরাহ্ণ   |   ৫৪০ বার পঠিত
জেলা সদর হাসপাতালে মুমূর্ষ রোগী অবরুদ্ধ, জানে না হাসপাতাল কর্তৃপক্ষ

ঢাকা প্রেস
মোঃ আবু মুছা, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম সদর হাসপাতালে এক মুমূর্ষ রোগীকে অবরুদ্ধ ও মারধর করে আরিফ নামের এক ছেলে মারাত্মক অবস্থার সৃষ্টি করেছে বলে রোগীর আত্মীয় সূত্রে জানা গেছে। 

 

ঘটনাটি ঘটেছে, ২৭ নভেম্বর বুধবার দুপুর ২টার দিকে কুড়িগ্রাম সদর হাসপাতালের প্রধান ফটকের ভিতরের দিকে। এ ঘটনায় কুড়িগ্রাম সদর হাসপাতাল পাড়া এলাকায় তোলপাড় অবস্থার সৃষ্টি হয়েছে ।

 

প্রত্যক্ষদর্শী, রোগীর আত্মীয় ও নাতি বিপ্লব মিয়া জানান, হাসপাতালের জরুরি বিভাগের সামন থেকে রোগীকে প্লেট ট্রেসে করে বাইরে সিটিস্কানিং করতে বের হতে গেলে তাদের মারপিট ও ট্রেস আটকানোর ঘটনা ঘটে। এই সময় রোগীর নাতি বিপ্লবকে মারপিট করে মারাত্মক আহত করে আরিফ।

 

পরে সাংবাদিকদের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগে মুমূর্ষু মহিলা রোগী মোছাঃ ফজীরন(৭২) কে দ্রুত সিটিস্ক্যানে পাঠায়।

 

কুড়িগ্রাম সদর হাসপাতালে রোগী ফজিরন (৭২) গত সোমবার দুপুরের দিকে ভর্তি হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। ফজিরন কে আটকানোর ঘটনায় আরিফ গ্ৰুপ জরিত বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জনান, কুড়িগ্রাম সদর হাসপাতাল একটি চক্র দ্বারা অবরুদ্ধ প্রায়ই ফজিরনের মত ঘটনা ঘটে, কিন্তু কোনো প্রতিকার পায়না রোগীরা।

 

জরুরি বিভাগের দায়িত্বরত মহিলা ডাঃ মোছাঃ সাদিয়া আক্তার রুমী জানান, এ বিষয়ে কুড়িগ্রাম সদর হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই জানে না। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আরিফ নামের ছেলেটি আমাদের কোন স্টাফ নয়। সে বাহিরের লোক।

 

মূমুর্ষ রোগী ফজিরনের ঘটনায় কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শহীদুল্লাহ লিংকন  বলেন, ঘটনাটি শুনলাম আগামীকাল আমাদের সমন্বয়ক মিটিংয়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।