দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা

প্রকাশকালঃ ১২ জুলাই ২০২৪ ০৫:১২ অপরাহ্ণ ১৩৬৭ বার পঠিত
দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা

ঢাকা প্রেস নিউজ


সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনঃপ্রবর্তনের দাবিতে আজ শুক্রবার দেশব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা।

 

বৃহস্পতিবার রাতে ঢাকার শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
 

আন্দোলনকারীদের দাবি: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল। ২০১৮ সালের কোটা সংস্কার বিষয়ক পরিপত্র পুনঃবহাল।
 

গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোটাবিরোধী আন্দোলন চলছে। বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
 

আন্দোলনকারীদের নেতারা বলেছেন, "আমরা সকল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করার। আমাদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে।"
 

উল্লেখ্য, ২০১৮ সালে সরকার সকল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে একটি পরিপত্র জারি করে। কিন্তু ২০২১ সালে হাইকোর্টের রায়ে ওই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটি বাতিল করা হয়। এরপর থেকেই আবারো কোটাবিরোধী আন্দোলন শুরু হয়।
 

আজকের বিক্ষোভ সমাবেশ দেশব্যাপী কোটাবিরোধী আন্দোলনের গতি তীব্র করবে বলে আশা করছেন আন্দোলনকারীরা।