মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী):-
রাজশাহীর চারঘাট পৌরসভার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত “আট কোটি টাকা ব্যয়ের পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্প”-এ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। এই অনিয়মের বিষয়টি কয়েকটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হওয়ায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে রাজশাহী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি টিম চারঘাট পৌরসভায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালীন সময় টিমের নেতা ইসমাইল হোসেন জানান, পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্পে অভিযুক্ত অনিয়মের অধিকাংশ অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। অভিযানের পরে পৌর নির্বাহী প্রকৌশলী আতাউর রহমানকে সমস্ত তথ্য ও প্রতিবেদন আকারে উপ-পরিচালক, দুদক রাজশাহী বরাবর দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, চারঘাট পৌর শহরে পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ২০১৮ সালে এই প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পটির মোট ব্যয় ৮ কোটি ৫৫ লাখ টাকা। এর আওতায় নির্মাণ করা হয়েছে ৬ লাখ ৮০ হাজার লিটার ক্ষমতাসম্পন্ন ওভারহেড রিজার্ভার, ৫টি পানি বিশুদ্ধকরণ পাম্প হাউজ এবং ২৫ কিলোমিটার দৈর্ঘ্যের পানি সরবরাহ পাইপলাইন।
অভিযানকালে উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক শারমিন আক্তার, উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান এবং চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।