কাল শুক্রবার আন্তঃ একাডেমি কাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ নভেম্বর ২০২৫ ০৬:৩৫ অপরাহ্ণ   |   ১১৪ বার পঠিত
কাল শুক্রবার আন্তঃ একাডেমি কাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ 

ক্রীড়া ডেস্ক:

 




কাল শুক্রবার ১৪ নভেম্বর বিকেল সাড়ে তিনটায়,৩৯ নং ওয়ার্ডস্থ সিডিএ বালুর মাঠে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় সিজন -৩ এর আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।


ফাইনালে খেলবে (সবুজ জার্সির) জিয়াউদ্দিন মন্টু স্মৃতি ও (সাদা জার্সি)র প্রয়াত ফুটবলার জানে আলম স্মৃতি।


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় ও চট্টগ্রাম জেলা আঞ্চলিক পর্যায়ের খেলোয়াড় গণ উপস্থিত থাকবেন বলে টুর্নামেন্টে কমিটির আহ্বায়ক ও একাডেমির পরিচালক, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা জানিয়েছেন।


সবাই কে বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।