প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, রবিবার (২১ ডিসেম্বর) মুরাদনগর উপজেলার ১৬ নম্বর ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও ভোট প্রার্থনা শেষে ফেরার পথে ধামঘর চারতলা মডেল মসজিদের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেল ইচ্ছাকৃতভাবে কাজী তাহমিনা আক্তারের দিকে তুলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
বিএনপির নেতাকর্মীদের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক হামলা। তাদের অভিযোগ, নির্বাচনী মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।
এ ঘটনায় উপজেলা মহিলা দলের নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, এ ধরনের হামলা গণতান্ত্রিক পরিবেশ ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।