স্পোর্টস ডেস্ক:-
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ। তিন ম্যাচে দুই পরাজয় ও এক ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে মাত্র ১ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে টাইগাররা। তবে মাঠের লড়াই শেষ হলেও আর্থিক দিক থেকে এখনো বাংলাদেশের জন্য এক সম্ভাবনা রয়ে গেছে।
আইসিসির নির্ধারিত প্রাইজমানি অনুযায়ী, প্রতিটি অংশগ্রহণকারী দল টুর্নামেন্টে খেলার জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় দেড় কোটি টাকা)। এছাড়া ৭ম ও ৮ম স্থানে থাকা দল দুটি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা) করে। অর্থাৎ, বাংলাদেশ যদি ৭ম বা ৮ম স্থান অর্জন করে, তবে প্রায় ৩ কোটি টাকার বেশি প্রাইজমানি নিশ্চিত হবে।
তবে ইংল্যান্ডের পারফরম্যান্সের ওপর নির্ভর করে বাংলাদেশের প্রাপ্ত অর্থ আরও বাড়তে পারে। যদি ইংল্যান্ড তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়, তবে তাদের পয়েন্ট থাকবে ০ এবং তারা ৮ম স্থানে অবস্থান করবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ৬ষ্ঠ স্থান অর্জন করবে এবং ৩ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা) প্রাইজমানি পাবে। এর সঙ্গে অংশগ্রহণ বাবদ পাওয়া দেড় কোটি টাকা যোগ করলে মোট আয় দাঁড়াবে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা—যা ৭ম বা ৮ম স্থান অর্জনের তুলনায় প্রায় ৩ কোটি টাকা বেশি।
তবে অর্থের হিসাব যাই হোক, পারফরম্যান্সের দিক থেকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ দলের জন্য হতাশাজনকই ছিল। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি, যার ফলে টুর্নামেন্টে তাদের যাত্রা শেষ হয়েছে ব্যর্থতার ছাপ রেখে।