চাঁদাবাজির প্রতিবাদে অভিনেতা এমরান হাসোর ওপর হামলা: অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

প্রকাশকালঃ ২১ অক্টোবর ২০২৪ ০৬:০১ অপরাহ্ণ ৬৬০ বার পঠিত
চাঁদাবাজির প্রতিবাদে অভিনেতা এমরান হাসোর ওপর হামলা: অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

ঢাকা প্রেস
নওগাঁ প্রতিনিধি:-


 

নওগাঁর পত্নীতলায় চাঁদা দাবির প্রতিবাদ করায় টিভি অভিনেতা এমরান হাসো ও তার পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। শুক্রবার এই ঘটনা ঘটার পর, সোমবার (২১ অক্টোবর) এমরান হাসো নওগাঁয় এক সংবাদ সম্মেলনে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
 

এমরান হাসো জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য হিসেবে তিনি স্থানীয়ভাবে পরিচিত। গ্রামের একটি উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের কাছে চাঁদা দাবি করা হলে তিনি বিষয়টি প্রতিবাদ করেন। এর জের ধরেই তার ও তার পরিবারের ওপর হামলা চালানো হয়।
 

হামলাকারীরা এমরান হাসোর বাবাকে গালিগালজ করে এবং এমরান হাসোর খালাকে হাসুয়া দিয়ে আঘাত করে। এমরান হাসো নিজেও লাঠি দিয়ে আহত হন।
 

এ ঘটনায় পত্নীতলা থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মজিদুল, তার ছেলে রাকিব এবং হেলাল হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। থানা পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

এমরান হাসো অভিযোগ করেছেন যে, হামলার পর থেকে তিনি ও তার পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
 

পত্নীতলা থানার ওসি শাহ্ মো. এনায়েতুর রহমান জানিয়েছেন, মামলাটি তদন্তাধীন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।