সয়াবিন তেলের দাম বেড়ে লিটার ১৭৫ টাকা থেকে দাঁড়িয়েছে ১৮৯ টাকায়।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ এপ্রিল ২০২৫ ০৪:২১ অপরাহ্ণ   |   ১৩০ বার পঠিত
সয়াবিন তেলের দাম বেড়ে লিটার ১৭৫ টাকা থেকে দাঁড়িয়েছে ১৮৯ টাকায়।

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

তিন দফা বৈঠকের পর সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বৃদ্ধি পেয়ে ১৭৫ টাকা থেকে দাঁড়িয়েছে ১৮৯ টাকায়।

 


 

মঙ্গলবার (১৫ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ভোজ্যতেলের আমদানি, সরবরাহ ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
 

সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নতুন দাম সংক্রান্ত তথ্য তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা।
 

নতুন দাম:

  • বোতলজাত সয়াবিন তেল (১ লিটার): ১৮৯ টাকা (পূর্বে ১৭৫ টাকা)

  • বোতলজাত সয়াবিন তেল (৫ লিটার): ৯২২ টাকা (পূর্বে ৮৫২ টাকা)

  • খোলা সয়াবিন ও পাম তেল: ১৬৯ টাকা (পূর্বে ১৫৭ টাকা)
     

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল।
 

ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ২৭ মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে একটি চিঠি দিয়ে দাম বাড়ানোর প্রস্তাব দেয়। এতে জানানো হয়, ভোজ্যতেল আমদানির সময় শুল্ক ও কর মওকুফের মেয়াদ ৩১ মার্চ শেষ হয়েছে, ফলে খরচ বেড়ে গেছে। এই পরিস্থিতিতে উৎপাদনকারীরা প্রতি লিটারে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮ টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১৩ টাকা বাড়ানোর আবেদন করে।
 

গত সপ্তাহে কয়েক দফা বৈঠক করেও কোনো সিদ্ধান্তে না পৌঁছালেও, অবশেষে আজ দাম বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সরকার।