বিরামপুরে ধানক্ষেতে নারীর মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ সেপ্টেম্বর ২০২৪ ০২:২৯ অপরাহ্ণ   |   ৫২৩ বার পঠিত
বিরামপুরে ধানক্ষেতে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:-


 

দিনাজপুরের বিরামপুরে একটি ধানক্ষেতে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সন্দলপুর গ্রামে এই ঘটনা ঘটে।
 

স্থানীয়রা ধানক্ষেতে পড়ে থাকা মরদেহটি দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃত নারীর হাতে শাঁখা ছিল এবং তিনি গোলাপি রঙের ম্যাক্সি ও লাল পাজামা পরে ছিলেন। পুলিশের ধারণা, তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে।
 

বিরামপুর থানার উপ-পরিদর্শক এরশাদ আলী জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
 

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃত নারীর পরিচয় জানার চেষ্টা করছে।