জয় বাংলা স্লোগান দেওয়ায় বাগেরহাট সিভিল সার্জনকে ওএসডি

প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৪ ১০:২৬ অপরাহ্ণ ৪৩৯ বার পঠিত
জয় বাংলা স্লোগান দেওয়ায় বাগেরহাট সিভিল সার্জনকে ওএসডি

ঢাকা প্রেস
বিশেষ প্রতিনিধি (বাগেরহাট):-

 

বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদকে সরকারি অনুষ্ঠানে 'জয় বাংলা' স্লোগান দেওয়ার অভিযোগে ওএসডি করা হয়েছে।

গত ২৪ অক্টোবর, বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে একটি সরকারি অনুষ্ঠানে জেলা প্রশাসকের উপস্থিতিতে ডা. জালাল উদ্দিন 'জয় বাংলা' স্লোগান দেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এই ঘটনার জেরে, রোববার (৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে ডা. জালাল উদ্দিনকে অবিলম্বে ওএসডি করার নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, তাকে সোমবার (৪ নভেম্বর) থেকে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করতে হবে।

ডা. জালাল উদ্দিনের এই স্লোগান দেওয়া ঘিরে বাগেরহাটে বিএনপি ও যুবদলের নেতৃত্বে বিক্ষোভ হয়েছিল। পরে ২৭ অক্টোবর, 'সচেতন বাগেরহাটবাসী' ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আরও ব্যাপক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।