কানাডার পণ্যের ওপর মার্কিন শুল্কারোপ সাময়িক স্থগিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১৯ অপরাহ্ণ   |   ১৩৫ বার পঠিত
কানাডার পণ্যের ওপর মার্কিন শুল্কারোপ সাময়িক স্থগিত

অনলাইন ডেস্ক:-

 

কানাডার পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক ৩০ দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গত ১ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর এই শুল্কারোপ ঘোষণা করেন। একই সঙ্গে চীনা পণ্যের ওপরও ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেন তিনি। (সূত্র: রয়টার্স)
 

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই শুল্কারোপের জবাবে কানাডাও পাল্টা ব্যবস্থা নেয় এবং ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করে। এই পদক্ষেপে চাপে পড়ে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেন। এরপর সোমবার সকাল ও দুপুরের পর দুই দফা ফোনালাপের মাধ্যমে তিনি শুল্কারোপ স্থগিতের সিদ্ধান্ত নেন।
 

এছাড়া, আলোচনার সময় ট্রাম্প সীমান্ত নিরাপত্তা উন্নতকরণের বিষয়ে ট্রুডোর কাছে একাধিক প্রতিশ্রুতি চান বলে জানা গেছে।