রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে চাপাতি হাতে আতঙ্ক ছড়ানো সেই ‘ভাইরাল যুবক’কে আটক করেছে রেলওয়ে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে তাকে ওই চাপাতিসহ আটক করা হয়। সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা রেলওয়ে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক যুবকের নাম শাহ আলী শিকদার (৩৫)। পুলিশের প্রাথমিক তথ্যমতে, তিনি মাদকাসক্ত এবং এর আগেও বিভিন্ন অপরাধে কয়েক মাস কারাভোগ করেছেন।
জিজ্ঞাসাবাদে শাহ আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাঝে মাঝেই জনসম্মুখে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেন। ঘটনার দিন হঠাৎ করেই তিনি শরীরে লুকানো একটি ধারালো চাপাতি বের করে কমলাপুর স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে ত্রাস সৃষ্টি করেন।
ঘটনার পরপরই রেলওয়ে পুলিশের দুটি বিশেষ দল অভিযান চালিয়ে রাজধানী ও আশপাশের এলাকায় তাকে শনাক্ত করে আটক করে। বর্তমানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।