অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা শহীদ মিনারে জড়ো হচ্ছেন

প্রকাশকালঃ ৩১ ডিসেম্বর ২০২৪ ০৩:২৮ অপরাহ্ণ ০ বার পঠিত
অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা শহীদ মিনারে জড়ো হচ্ছেন

ঢাকা প্রেস নিউজ
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত 'মার্চ ফর ইউনিটি'তে যোগ দিতে শহীদ মিনারে জড়ো হচ্ছেন অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা, ছাত্র-জনতা সহ।
 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন শহীদ মিনার এলাকায় জমায়েত হতে শুরু করেন।
 

ছাত্র-জনতা এসময় বিভিন্ন স্লোগান দিয়ে শহীদ মিনারে সমবেত হতে থাকেন, যেমন: ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘দিল্লি না ঢাকা ঢাকা’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, এবং ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’।
 

অনেককে ব্যানার, ফেস্টুন এবং পতাকা নিয়ে প্রস্তুতি নিতে দেখা যায়।
 

চট্টগ্রাম, নাটোর, পঞ্চগড়, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্র-জনতা ভোর থেকেই শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিতে শুরু করে। শহীদ মিনার এলাকার আশেপাশে বিভিন্ন ছাত্র-গোষ্ঠী অবস্থান নেয়, এবং শহীদ মিনারের সামনেও বিপ্লবীদের চেয়ারে বসে অবস্থান করতে দেখা যায়।
 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার পরিকল্পনা ছিল। তবে, অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র পাঠ করবে জানালে, এই বিষয়ে বিভ্রান্তি তৈরি হয়। এমন পরিস্থিতিতে সোমবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায় যে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচি অনুষ্ঠিত হবে।