পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে স্থানীয় শান্তি কমিটির বৈঠক চলাকালীন বিস্ফোরণ, ৭ জন নিহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০৮:০০ অপরাহ্ণ   |   ৮১ বার পঠিত
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে স্থানীয় শান্তি কমিটির বৈঠক চলাকালীন বিস্ফোরণ, ৭ জন নিহত

অনলাইন ডেস্ক:-

 

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি স্থানীয় শান্তি কমিটির বৈঠকে সোমবার বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে অন্তত সাতজন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
 

স্থানীয় পুলিশ কর্মকর্তা উসমান ওয়াজির জানান, যেখানে সভা অনুষ্ঠিত হচ্ছিল, সেখানে বিস্ফোরণের কারণে ভবনের একটি অংশ ধসে পড়েছে। ঘটনাস্থলেই নিহতরা মারা যান।
 

এখনও পর্যন্ত বিস্ফোরণের পেছনে কোন পক্ষের হাত রয়েছে, তা জানা যায়নি।
 

উদ্ধারকর্মী ও স্থানীয়রা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
 

পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই ঘটনায় তদন্ত শুরু করেছেন এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।