পুলিশ প্রধানকে দেশ থেকে পালিয়ে যেতে হলে পুলিশ-সেনাবাহিনীর মর্যাদা কোথায়, প্রশ্ন ফখরুলের

প্রকাশকালঃ ০৪ জুন ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ ৭৭৮ বার পঠিত
পুলিশ প্রধানকে দেশ থেকে পালিয়ে যেতে হলে পুলিশ-সেনাবাহিনীর মর্যাদা কোথায়, প্রশ্ন ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেনজীর-নজিরবিহীন; নজিরবিহীন দুর্নীতি। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান আজিজকেও স্যাংশন দেওয়া হয়েছে। এখন ইনস্টিটিউট হিসেবে সেনাবাহিনীর অবস্থা কী? তার সম্মান-ইজ্জত কোথায় থাকে? পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে? যার সাবেক পুলিশ প্রধানকে দেশ থেকে পালিয়ে যেতে হয়। এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে।


আজ সোমবার (৩ জুন) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে ঘিরে নেতাকর্মীদের মাঝে দ্বন্দ্ব চরমে, যার প্রভাব এই অনুষ্ঠানেও দেখা যায়।

 

তাদের ডানে-বামে রেখে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের এখন সময় এসেছে নিজেদের সংগঠিত করার। আমরা চেষ্টা করছি, জেল খাটছি, মা-বোনরাও জেলে যাচ্ছেন। আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের সংগঠনকে আরো দৃঢ় করতে হবে। নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি সব দূর করে ফেলেন।’ বিএনপি মহাসচিব আরো বলেন, ‘ সবাই মিলে একযোগে একসাথে নামেন।

 

এটা শুধুমাত্র বিএনপির সমস্যা না; বাংলাদেশের সমস্যা, জাতির সমস্যা, আপনার সন্তান চাকরি পাবে কি পাবে না, স্বাধীনভাবে চলাচল করতে পারবে কি পারবে না, তা সম্পূর্ণ নির্ভর করছে- শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে পারবেন কি পারবেন না। সেজন্য তো নিরপেক্ষ সরকার লাগবে। সে জন্যই আমরা লড়াই করছি।’


এ সময় দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সিপিডি তাদের এক সমীক্ষায় বলেছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এত বেশি বেড়েছে, সেটাকে বিলাসবহুল মনে হয়। গরুর গোস্ত কেনেন না, ইলিশ মাছ তো প্রশ্নই উঠতে পারে না। ভালো সবজিও কেনেনা। সাধারণ মানুষকে এই অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে।’


এই অনুষ্ঠানের যোগ দিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এতে উঠে যখন নামলাম, আর নড়তে পারি না। যেখানে আটকা, ওখানে আটকে থাকলাম। তাহলে লাভ কী। আমরা তো ১৫ মিনিটে আসার কথা। কিন্তু এক ঘণ্টার বেশি সময় লেগে গেল। ঢাকার বাইরে বেশি দূরে না মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জে যান হাঁটতে পারবেন না। ওখানে কোনো উন্নয়ন নেই।’

 

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় আরো বক্তব্য প্রদান করেন বিএনপির  অধ্যাপক শাহিদা রফিক, মহিলা দলের হেলেন জেরিন খান, পেয়ারা মোস্তফা, এলিজা জামান, ঢাকা মহানগর উত্তরের নায়েবা ইউসুফ, রুনা লায়লা, দক্ষিনের রুমা আখতার প্রমুখ বক্তব্য প্রদান করেন।