ঢাকা প্রেস নিউজ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় এ মামলা দায়ের করে।
কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, আত্মসমর্পণ করা তিন ডাকাত—লিয়ন মোল্লা, আরাফাত এবং সিফাতকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিকেলে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করা হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাত দল রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় প্রবেশ করে। এ সময় পাশের মসজিদের মাইকে ডাকাতির খবর জানানো হলে এলাকাবাসী দ্রুত সেখানে জড়ো হয়ে ব্যাংকটি ঘেরাও করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর যৌথ বাহিনীর হস্তক্ষেপে ডাকাতরা আত্মসমর্পণ করে।