অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করার চেষ্টায় সক্রিয় মহল: সারজিস আলম

প্রকাশকালঃ ৩০ নভেম্বর ২০২৪ ০২:২৭ অপরাহ্ণ ০ বার পঠিত
অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করার চেষ্টায় সক্রিয় মহল: সারজিস আলম

ঢাকা প্রেস নিউজ

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম সতর্কবার্তা দিয়ে বলেছেন, "শকুনের দৃষ্টি এখনো সরেনি। স্বৈরাচারের সহযোগীরা এখনও সক্রিয়। তারা অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। এ পরিস্থিতিতে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।"
 

শনিবার (৩০ নভেম্বর) ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 

অনুষ্ঠানে চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, "যারা এ হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের বিরুদ্ধে গুলি করার ভিডিও ফুটেজ ও ছবি রয়েছে। কিন্তু এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
 

শহীদ পরিবারের নিরাপত্তা নিয়ে অঙ্গীকার ব্যক্ত করে সারজিস আলম বলেন, "আমরা বেঁচে থাকলে শহীদ পরিবারের কোনো সদস্যের গায়ে আঁচড় লাগতে দেব না।"
 

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "অভ্যুত্থানের অর্জন রক্ষা করতে হলে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে এবং কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না।"