ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (রাজশাহী):-
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারণ করা হবে। যদি ভারত সম্পর্ক ভালো রাখতে চায়, তাহলে তাদের উচিত খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশে ফেরত দেওয়া।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১১:৩০টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, শেখ মুজিবের হত্যাকাণ্ডের বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলন প্রয়োজন হয়নি, তাহলে কেন জুলাই-আগস্টের শহীদদের লাশ উত্তোলন করতে হবে? আর কোনো শহীদের লাশ কবর থেকে উত্তোলন করা হবে না।
তিনি অভিযোগ করেন, যেসব পুলিশ সদস্যরা গুলি চালিয়েছেন, তাদের শাস্তি না দিয়ে বদলি করে পুনরায় পোস্টিংয়ের জন্য তদবির চলছে। মামলাবাণিজ্যের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা জড়িত আছেন।
সারজিস আলম আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শহীদদের হত্যা মামলাগুলোর বিচার প্রক্রিয়ায় যারা অসহযোগিতা করবে, তাদেরও হত্যাকারী হিসেবে বিবেচনা করা হবে। গণঅভ্যুত্থানের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না, এমনকি ড. ইউনুসকেও নয়, যদি তিনি এর সঙ্গে জড়িত থাকেন।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নেতাকর্মী এবং রাজশাহী বিভাগের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় রাজশাহী বিভাগের ৪৬টি শহীদ পরিবারের মাঝে ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।