আশুলিয়ায় ১০ টন নিষিদ্ধ পলিথিনসহ ট্রাক জব্দ, দুই গ্রেপ্তার

প্রকাশকালঃ ১৫ অক্টোবর ২০২৪ ০৬:১৬ অপরাহ্ণ ৫০৪ বার পঠিত
আশুলিয়ায় ১০ টন নিষিদ্ধ পলিথিনসহ ট্রাক জব্দ, দুই গ্রেপ্তার

ঢাকা প্রেস
আশুলিয়া প্রতিনিধি:-


 

ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ায় ১০ টন নিষিদ্ধ পলিথিন বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় পুলিশের একটি অভিযানে এই ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ লাখ টাকা।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া জেলার আদমদিঘী থানার বাসিন্দা মো. রাব্বি হোসেন (২৩) এবং মো. তামিম হোসেন (২২)। তারা ঢাকার বাবু বাজার থেকে এই পলিথিনগুলো লোড করে বগুড়া রেলস্টেশনের হাড্ডিপট্টি এলাকায় নিয়ে যাচ্ছিল।
 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। জব্দকৃত পলিথিনের মালিক বলে দাবি করা হয় ঢাকার বাবু বাজারের মেসার্স আলম ট্রেডার্সকে।
 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।