মিরপুরে সাবেক কাউন্সিলর মুরাদ হোসেন গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ এপ্রিল ২০২৫ ০৪:৩৪ অপরাহ্ণ   |   ১২৭ বার পঠিত
মিরপুরে সাবেক কাউন্সিলর মুরাদ হোসেন গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগ সমর্থিত ১২ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
 

বুধবার দুপুরে রাজধানীর মিরপুর আহমেদ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগের মিরপুর জোনের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
 

তিনি বলেন, “মো. মুরাদ হোসেনকে আহমেদ নগর এলাকা থেকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।”
 

ডিবি সূত্রে জানা গেছে, মুরাদ হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ রয়েছে, যা বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।