অমিতাভ বচ্চন কাল্কি ২৮৯৮ এডি-তে দর্শকদের মুগ্ধ

প্রকাশকালঃ ০৭ জুলাই ২০২৪ ০১:০০ অপরাহ্ণ ৪৬৪ বার পঠিত
অমিতাভ বচ্চন কাল্কি ২৮৯৮ এডি-তে দর্শকদের মুগ্ধ

নতুন সাই-ফাই থ্রিলার 'কাল্কি ২৮৯৮ এডি'-তে অমিতাভ বচ্চনের অসাধারণ লুক দর্শকদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।৮১ বছর বয়সেও সিনেমায় তার অসাধারণ অভিনয় দক্ষতা ও চরিত্রে বৈচিত্র্যের জন্য খ্যাতিমান অমিতাভ বচ্চন 'কাল্কি ২৮৯৮ এডি'-তে দর্শকদের মুগ্ধ করেছেন।

 

সম্প্রতি অমিতাভের অশ্বত্থামা লুকের ছবি শেয়ার করে মেকআপ আর্টিস্ট করণদীপ সিং লিখলেন, ‘কাল্কির পুরো টিমকে শুভেচ্ছা। বক্স অফিসে যেভাবে ঝড় তুলেছে এই ছবি। তা দেখে বোঝা যাচ্ছে, কাল্কি গোটা বিশ্বে রেকর্ড করবে। আর রেকর্ডের নেপথ্যে রয়েছে অমিতাভের অশ্বত্থামা লুক। অনেক ঘণ্টা ধরে এই মেকআপ চলেছে। এত বড় মাপের স্টার হয়েও, এতক্ষণ ধরে বসে মেকআপ করেছেন তিনি, তা অনুপ্রেরণা জোগায়।’

 

অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিতে আলাদা করে নজর কেড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।